Active
Sanjay Karmakar
  · JtaSausdtpgotSonnso rnSoedtw  ·
যুগলে ফ্রি-তে, "ভালো-মন্দ"
- সঞ্জয় কর্মকার


"শ ম শহীদ"
"ভালো"


চাঁদের হাসি বান ডেকেছে
আমার খোকার ঠোঁটে
এক পৃথিবীর সমস্ত ফুল
ঐটুকুনেই ফোটে।


দেখলে তারে মনটা আমার
কেমন করে ওঠে
এক নিমেশে স্বর্গের সুখ
সবটুকুনি জোটে।


"সঞ্জয় কর্মকার""মন্দ"
"ফ্রি-তে"


খোকন এলো সুখ ও এলো
পার্টি কখন হবে!
ব্যাগ প্যাটরা বস্তা বেঁধে
আসবো তবে কবে?


লাগবে আমার মুরগি দেশি
টেংরি নধর দুই;
আর ফোয়ারা স্কচের বোতল
শুনবো না গাই গুঁই।


বন্ধু তোমার দাও ঠিকানা
দিচ্ছ কেনেই গাল;
করলে এমুন তোমার খোকন
কাঁদবে চিরকাল।


কেমন দিলাম ভাবছো বসে,
দাওয়াত হবেই দিতে!
খুব খাব আর মাতাল হবো
সব ই দাদা ফ্রি-তে।