Boidurya Kobi
  · 1 m  ·


পেশাটাই জানা নাই, বয়সেতে ভারী,
ভেন্ডি ও ভাজা ভাত, পুঁই এর কারি।
লতলতে তরলেতে
জহর ও গরলেতে,
কেহ কেহ জীবনেতে, দেয় পথ পাড়ি।


ধিন তাই, দিন টাই, ঘুরে ঘুরে সারা,
বিষ আছে, বারো মাসে, আছে বড় দাঁড়া।
দাড়ি কমা, নাই থামা
কাকু, জেঠু, বড় মামা,
আগে পিছে চলে চলে, মাঠে যায় মারা।


দিন গ'লে চলে গেলে, তুলসির বেদি,
নীববেতে আসু ঝরে, বহু কাঁদাকাঁদি।
বহু আশা, বুকে ভাসা
আছে জেনো ঠাসা ঠাসা,
কাজ কামে কিছু নাই, শুধু অবসাদই।


কান্না সে বহু কেঁদে, ছায়া কী বা চড়া রোদে,
মরিচির পিছে ছোটে, অসারেতে সার বোধে।
স্বাদ কিছু পান না
জুরে দেন কান্না,
নিয়তিরে গালি দিয়ে, মাতে মন প্রতিশোধে।


কাঁটা তার ধুত্যেরি! ভগবান ভূত তাঁরি,
জনে জনে, গণে গণে, ভাবে সবই শত্তুরি।
বেলতলা যান না
কখনোই গান না,
ভবলোকে সুখ নাই, জট জ্বালা মত তারি।