Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · tdSpmd4dcomnns7 minesored  ·
যুগল রম্য রচনা, "ভর্তা"


হাজেরা কোরেশী অপিঃ-


নশ্বর এই পৃথিবীতে কষ্ট ভীষণ কষ্ট
বিবেকগুলো হারিয়ে সবাই হয়েছি পথভ্রষ্ট,
করোনার এই করালগ্রাসে মরছে কত শত
তাহার পরেও বিবেকগুলো হয়না যে জাগ্রত।
উপদেশ আর ভালো কাজ লাগেনা আর ভালো
পরের সুখ দেখলে মোদের মুখগুলো হয় কালো,
অন্যের ঘর আঁধার করে নিজের ঘরে জ্বালি আলো
একবারও দেখিনা ভেবে কাজটা কি ঠিক হলো!
সাধুর ঘরের সিঁদ কেটে করতে যাই চুরি
অন্যের মাথায় কাঁঠাল ভেঙে দেখাই বাহাদুরি,
সবখানেতেই অনিয়ম আর কাদার ছুঁড়া ছুঁড়ি
যেমন আছে থাকবে কি তেমন তলাবিহীন ঝুড়ি?


সঞ্জয় কর্মকারঃ-


আজি নানা খানা রুচি সবেতেই খানা খাদ
তাল তলা বেল তলা বোল তোলে বরবাদ।
প্রাত হলি কোলাকুলি বাঘে আর কুমিরের
সভত্যা ভবে নাই ফল সব ই ডুমুরের।
শিঙা ফুঁকে রবে মাতি জাল ফেলি জালিমের
রাশি রাশি ধন তুলি পাকা পাকা ডালিমের।
রক্তের স্বাদ নিতি ডুবে ডুবে জল খাওয়া
হাল আর হকিকতে তপ্ত সে চুলা তাওয়া।
তাই তাই শুন মিস তাল কানা বকাটেই
লিখি লিখি জোরে জোরে মারো চড় সপাটেই।


হাজেরা কোরেশী অপিঃ-


ওরে বাবারে
এক্কেবারে দাঁত নো বসাইতে পারিং
মাথা মুন্ডু কিছুই না বুঝিং
এর লাইগ্যা মুখে কুলুপ আটি থাকিং।
হা হা হা
কি গো দাদা আই কি কইছি
আপনে কিছু বুজিং?


সঞ্জয় কর্মকারঃ-


ভালো করে পড়িং মিস। সব কিছুই আজ উল্টা পাল্টা তা সে লোক বা খাদ্য হোক সবেতেই খাদ আর ভাল কিছু নাই সবই বরবাদ। সকাল থেকেই কম্পিটিশন একেবারে বাঘে কুমিরের লড়াই এর মত। ধন লুটতে গিয়ে সবাই মনুষ্যত্ব হারিয়ে এক একটা ডুমুরের ফুলের ন্যায়। সমাজের সর্বস্তরে শঠ ঠগ সবাই জাল বিছিয়ে ফাঁদে ফেলে অসৎ অন্যায় পথে পাকা ডালিম মানে ধন তুলতে মেতে আছে। হাল আর হকিকতে মানে আধুনাতে রক্তচোষার দল ডুবে ডুবে মানে ঘুর পথে পিছে চাকু বসিয়ে রক্তের স্বাদ মানে দস্যুতা করতে দ্বিধাবোধ করে না তাদেরকে তপত চুলা আর তাওয়া বলা হয়েছে কাব্য কথায়। তাই মিস আপনাকে অনুরোধ করা হয়েছে তেমন তপ্ত কবিতা লিখে লিখে এদের মুখে সজোরে চড় মারবার জন্য। বুজসেন! তাউ জুদি না বুজে তাকেন তাইলে প্লেনের টিকিট কাইটে দ্যান। গিয়া বুজায় আসুম নে মিস।


হাজেরা কোরেশী অপিঃ


হা হা হা, এবার বুজতে পারলাম। মাঝে মাঝে আউলা ঝাউলা হইয়া যায়গা। তাই আপনাদের মত গুণি জনদের আবশ্যিক হইয়া পড়ে। সুন্দর করে ব্যাখ্যা করার জন্য অনেক ধন্যবাদ।
প্লেনের টিকিটের টাকাটা বাইছা গেলো হেই টাকা দিয়া ভর্তা বানাই খামু।