ছন্দ কী! কেন আর কিভাবে? কোনও পুঁথিগত বিদ্যে নহে আমার নিজস্ব উপলব্ধিতে বলছিঃ


ছন্দ মানে না কথা না কলি স্রেফ তরঙ্গ যা হৃদয় মন মস্তিস্ককে অনুরণন করে। "কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি", বাবার নাম ভুলে যাওয়া যায় কিন্তু এ দু'লাইন কেউ ভুলতে পারবে না কারণ এ শব্দ ঘাত হৃদয়কে দোলা দিয়েছে সেই ৪ বছর বয়সেই। ছন্দ কথা নয় কলি নয় না কবিতা, ছন্ব্দ তার থেকেও বেশি কিছু অথচ ছন্দ তৈরি হয় কথা আর বাক্য কেটেই যেমন শাড়ি তৈরি হয় সুতো কেটে অথচ  তৈরি হয়ে গেলে সুতোর অস্তিত্ব সেখানে গৌণ  হয়ে যায়। বেনারসি বা রেশমী বা সুতির শাড়ি হিসাবটা প্রধান্য পায়।


আশা করি ছন্দ কী তা বোঝাতে পারলাম। এর পরের আলোচনাতে আরও বিস্তারিত আলোচনা করব, কেন আর কিভাবে!


আন্তরিক শুভকামনা সহ আপনাদের প্রিয় সঞ্জয় কর্মকার।