ক মানে কথা, বি মানে বিন্যাস তা হইলো গিয়া তাল, এই তিনটা জিনিস মিলল্লা ঘুইলল্লা ছন্দবদ্ধ হইলে তাইলে গিয়া কবিতা হয়। তাইলে কী হইল? হইলো গিয়া দারুন সুন্দর বিন্যাসে কথা তাল দিয়া বাঁধলে আর তা থেকে ঝর্ণার মত কলকল ধ্বনি বাইর হইলেই কবিতা হয়। যেমন উদাহরণ দিয়া কই। জল তো বেবাক জায়গাতেই পাওয়া যায়, আমরা খাই মানে পান ও করি কিন্তু ঝর্ণা দেখলে আমাগো মন উতলা কেন হইয়া যায়। কারণ হেই জল আর দশটা জলের মত হইলেও ছন্দবদ্ধ কলকল গতিতে অবিরত ঝইরতে থাকে। হের মজাটাই আলাদা। হেইরকমই আমরা কথা আর বাক্য তো হুরহুরায় দিন রাত কইতে থাকি। কথাগুলিরে পানি মনে করলে হেই পানি দিয়া ঝর্ণা বানাইতে পারলেই কবিতা সৃষ্টি হয়। বেবাক লোকে ধন্য ধন্য করিতে থাকে। অধমের কবিতা লইয়া উপলব্ধি ঠিক হইবারেও পারে নাও হইবার পারে। আপনাগো কী মনে হয়।