দুরন্ত গতি বুকে ভরা বিষ, ধ্বংসের গান
যুদ্ধ বিমান, যুদ্ধ বিমান।
ছুটে ছুটে চলে দলে দলে
অবিরাম।


বিষ দিয়ে আসে বেদনাতে ভাসে
দুনয়ন।
  
থরে থরে ব্যথা দ্বারে দ্বারে দুখ
সীমাহীন ক্রোধ। যুদ্ধ বিমান
অবিরাম।
          
আকাশেতে ভেসে দলে দলে চলে
বোম কথা বলে
মৃত্যু।
    
শত শত প্রাণ ছোট কচি শিশু
ছাড়ে নাতো কিছু;
বেদনার ঢেউ।


দিন কী বা রাত চলে অবিরাম, ধ্বংস
মানবতা কাঁদে শত কত ফাঁদে;
বিপন্ন।


দ্বেষ বিদ্বেষ কবে হবে শেষ
প্রাণে মনে দুলে আনন্দ জলে;
অশ্রু মোচন।  


পাবে কী বসুধা সুখ শান্তির নীড়!
রবে নাতো দ্বেষ, রাগ বিদ্বেষ;
সুখ ছেয়ে যাবে, সোনালী
রোদ্দুর।  


কামনাতে মন, সারাক্ষণ।


মনে লাগে ব্যথা যুধ কতকথা
দুঃখ।  


হানা দেয় বুঝি চুপি চুপি
ফেলে যায় বোম;
কেঁদে ওঠে মন।


ওই আসে ভেসে কালো আকাশেতে
যুদ্ধ বিমান, যুদ্ধ
বিমান।