মোর স্বপ্ন দেখি রোজ নয়নের নিবিড় ছায়াতলে
মানুষের মাঝে স্বর্গ দেখি মানুষের ভিড় ঠেলে।
কৃষকের মাটি দেহমন্দির চিরন্তন ঘাত - প্রতিঘাত
প্রবল বিক্রমে ছিন্ন হোক নিষ্প্রয়োজন জাতপাত।
মিথ্যার দেওয়ালে ব্যঙ্গ করে রাজনীতির পদাবলী
কলুষিত মন করেছে পণ শোষণে মগ্ন কৃষ্ণকলি।
শ্রমের বেশে তরঙ্গ তুলি সৃষ্টিতে ধরেছে মুকুল
আমি বিপ্লবী বিপ্লব চাই মন হয়েছে ব্যাকুল।
মৃত্যুর ধ্বনি একদিন দেবে অসহায়ের দিকে পাড়ি
ক্ষুধার্ত শৃগালে সঞ্চিত সম্পদ করে কাড়াকাড়ি।
সেই সাজ দিয়েছি মুছে যেথায় প্রেয়সীর বসবাস
নিদ্রিত রজনী মৃত সজনী লাগে দিনভর পরিহাস।
রুদ্র দীপ্ত রক্তে বহে সাম্যের কাঙ্খিত বৃন্দাবন
আজকের কবিতা কালকের হুংকার - জ্বলবে অনুক্ষণ।