চিন্ময় বুকে লিখি কাগুজে একরাশ প্রেম,
এলোমেলো হয়ে যায় অব্যক্ত কথকতা।
আকাশ জুড়ে মুখরিত প্রণয়ের গান,
আবেশের মায়া জড়িয়ে নেয় দুটি মন।

স্নিগ্ধ-শোভন দক্ষিণী সমীরণ ধায় নিত্যবেলা,
প্রাণের অন্তঃপুরে প্রাচীনপন্থী এক বহ্নির প্রদাহ।
ক্রমশ ফিকে হয়ে আসে তার প্রাণশক্তি,
জন্ম নেয় চিরন্তন বন্ধুত্বের শ্বাশত প্রতিজ্ঞা।

তবুও সময় বড় অস্থির পরিবর্তনের জানলা উন্মুক্ত
শীতল বাতাস ভিজিয়ে দিতে পারে অনুক্ষণ।
নিজের ঈর্ষণীয় রূপ অহংকারের পদধ্বনি
অবহেলায় মাটি মেখে নেয় তার কারিগর।

সপ্তম আকাশ ছুঁড়ে দেবে হয়তো নতুন কোনো পরীক্ষা,
সাদা রঙের পাতা আবারও ভরে যাবে নতুন গণিতে।
আমি জানি বড় অস্থির এ সময়,
কয়েক মুহূর্তে ছিনিয়ে নিতে পারে পুরাতন অভ্যাস।

অস্বীকার করতে পারিনা আমি অতীতের সন্তান,
তবে জানি অনিশ্চিত ভবিষ্যতের যাত্রা।
পথের অস্তিত্ব খুঁজে নিতে হবে সময়ের গর্ভগৃহে,
সাক্ষাৎ যদি হয় আর এক ক্ষণের।

এখনের সময় বড়ই সত্য, অতীতও তাই,
বোধকরি আগামী তো মিথ্যা হতে পারে না।
মনের ভিতর অজানা প্রশ্নের ভিড়
কে করবে বিজয় মিছিলের আয়োজন?