অস্ত্র ফেলেছি, তবে ধরেছি কলম
সে আজ হাজার ব্যথার মলম
হয়ে ; বসেছে পাশে
নিত্য নতুন আশ্বাসে
বুকের যাতনা করেছে নরম
তাই অস্ত্র ফেলেছি, তবে ধরেছি কলম।
সেদিনের মতো যাইনা ছুটে
শান্তির ঘেরা বাঁধন কেটে
আকাশ লুটে,
দু-চোখ ঘিরে করুণ দশা
বুঝিনি এ কোন নতুন হতাশা
হিমাচল জুড়ে অনুভব করি গরম,
চাদর ছিল না, সঙ্গে ছিল কলম।
ফুটপাথের কান্না শুনি
প্রমোদানন্দের প্রহর গুণি
গান গেয়ে যাই আদুর গায়ে
কলমের এসরাজ খানি বাজায়ে
গান লিখেছি পাঁচ আঙুলে
খাতায় এসেছে উঠে পান্তাভাতের মর্‌ম,
অস্ত্র ছেড়েছি, তবে সঙ্গে ছিল একটি কলম।