সিঁথি চেঁড়া সেই পথের দু-পাশে
ক্লান্ত মাথার খুলি,
মৃত বন্দুকের পেটে রয়ে আজও
হাজার একটা গুলি।
গোলা-বারুদের মহোল্লাসে
পৃথিবী হয়েছে শূন্য,
মুখোশ যুগের এই দিবসান্তে
কী পাপ? কী বা পুণ্য?
সোনা-রূপোদের ঝলকানিতে
কয়লার দাম ফাঁকা,
ট্রাফিকের ভিড়ে রাতজাগা পাখির
অসাড় হলো ডাকা।
দাঁড়িয়ে আমি সেই অ-কবি
সমাজ নদীর তটে,
যার কলমে প্রেম ঝরে না
বিষাদ ঝরে বটে।
পদ্ম দীঘির সেই ঘোলা জলে
পদ্ম আজ আর ফোটে না,
কল্পের অভাবে অল্পের ঘরে
গল্পটিও জোটে না।