ভবের ঘাটে যাওয়া-আসা
দুই দিনের এ ভালবাসা,
সবই তো শেষ হবে।


মায়ার এ জাল ছিন্ন করে
বিয়োগ ব্যথার পথটি ধরে,
বন্ধু তোমায় আপন করে
আমি পাব কবে?


বর্ষা নদী ভরা জানি
নদীর বুকে অথৈ পানি,
শীতে শুষ্ক হবে।


ভরা যৌবন উথাল-পাথাল
কালের তরী হয় বেসামাল,
শেষ বেলা কোন গোষ্ঠ রাখাল
আমারে সামলাবে?


বনের কুসুম উঠলো ফুটে
অলিরা সব আসলো ছুটে,
যায় মধু নিয়ে।


দেহ সৌষ্ঠব সৌন্দর্য
আকুল করা ঔদার্য,
দিন কাটে নাই সেই শৌর্য
বাউল গীতি গেয়ে।


২২ মে, ২০২১
বরিশাল