সাহসিকতায় ভরা প্রাণ
রাজপথে হলো অবসান।।
মা তোর-
অবুঝ সবুজে মিশে আছে লাল হয়ে,
ফুলে ফুলে করি সম্মান
মোরা/আজ-
কথা-গানে স্মরি অবদান।।


ওমা সেদিন-
গাছে ফোঁটা ছিল
রক্ত পলাশ কতো,
ফাগুন আগুন বুকে
তোর দামাল ছেলেরা যত
গর্জে ওঠে-
রাষ্ট্রভাষা বাংলা চাই
রাষ্ট্রভাষা বাংলা চাই
রাষ্ট্রভাষা বাংলা চাই


সোনালী আখরে লেখা তাই
ফুলে ফুলে বরি ওগো ভাই,
আজ-
কথা-গানে স্মরি যে সবাই।।


ওমা সেদিন-
তোর মুখের চেনা বুলি
বাঁচাতে মানিক যত,
বুক পেতে নিল গুলি
রুধি বয় অবিরত
গান হয়ে বাজে-
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি


এ জগত যতদিন আছে তাই
মরেও অমর হয়ে আছো ভাই,
আজ-
কথা-গানে স্মরি যে সবাই।।