এলোরে বৈশাখ এলোরে-
(ওরে) খোকা খুকী যুবা বৃদ্ধ গা তোলো রে,
ঐ রাঙা রবির কিরণ মেখে
মন রাঙাও রে।
এলোরে বৈশাখ এলোরে।


আজ পরাণ খুলে, সব বাঁধন ভুলে
মিলব সবার সাথে;
গাইবো রে গান, ঘুরবো মেলায়
হাত মিলিয়ে হাতে।


আজ তাকাব না আর পিছন ফিরে
হারিয়ে যাব নতুন ভিড়ে,
বিলিয়ে দেব ভালবাসা
থাকব সুখের নীড়ে।
এলোরে বৈশাখ এলোরে।


আজ বাঁশির সুরের মুর্ছনাতে
মন হারাবো সবুজ মাঠে,
গাঁয়ের বধূ কলসি কাঁখে
জল তুলিতে যায় যে ঘাটে।


ঢোল মৃদঙ্গের তালে তালে
কৃষ্ণচূড়ার ডালে ডালে
দেখব চেয়ে সুন্দরেরে
(আমি) ধরব তারে হৃদমাঝারে।
এলোরে বৈশাখ এলোরে।


গাছের কচি সবুজ পাতা
হবে আমার আঁকার খাতা,
তালের পাখার জমিন জুড়ে
আঁকব আমি মনটা ভরে।


কালবোশেখির বজ্র ঝড়ে
শিহরণে ছুটব ঘরে,
সব পুরাতন যাবে মুছে
প্রকৃতি নতুন রঙে সাজে রে।
এলোরে বৈশাখ এলোরে।