টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু
বীর সাহসী ছেলে,
জীবদ্দশার অনেক সময়
কাটিয়েছিল জেলে।


সেই ছেলেটি পড়তো যখন
মিশন স্কুলে,
শেখ সাহেব আর সোহরাওয়ার্দীর
সাথে দেখা মেলে।
রাজনীতির এক বীজমন্ত্র
প্রোথিত হয় মনে,
তরুসম বাড়ে তাহা
প্রতি দিনে দিনে।


বেরিবেরি রোগে তার
চোখে চশমা ওঠে,
তবু্ও অদম্য ছেলের
মনে পদ্ম ফোটে।


কলকাতা ইসলামিয়া
কলেজে পড়তে এসে,
রাজনীতির দীক্ষা নিল
মুসলিম ছাত্রাবাসে।
সোহরাওয়ার্দীর দূরদৃষ্টি
ভালোবাসা মেখে,
ছাত্র মুজিব দেশপ্রেমের
অমোঘ নীতি শেখে।


নিষ্ঠা, সততা, ভালোবাসা
মানুষের প্রতি,
সারা বাংলায় ছড়িয়ে পড়ে
ছাত্র নেতার জ্যোতি।


সংগ্রামের পর সংগ্রাম করে
আনে বাংলার জয়,
ইতিহাসে তাঁর নামটি
উজ্জ্বল-অক্ষয়।


তবু বাংলার মীরজাফর
অগত্যা এক রাতে
বঙ্গবন্ধুর রক্ত ঝরায়!
ছেয়ে গেল সারাদেশ
কালো তমসাতে,
বাংলার সূর্যাস্ত
হলো প্রভাতে।