কোন খেয়ালে বেখায়ালে
শর্ত আমি মানি নে,
কি বলিস তোরা, সাহস কত
মানুষ আমি চিনি নে?


নাহয় বাপু বুড়োমানুষ
কুজো হয়েই চলি,
তাই বলে কি ভিরমি খেয়ে
আজব কিছু বলি?


বলি বামুন আমি মরলে পরে
হবো তো এক বোম্মোদৈত্যি,
ঘাড়খানা ঠিক মটকে দেবো
লুকিয়ে যদি রাখিস সত্যি।


নাহয় আমার চোখটা খারাপ
কানে বেশী শুনিনে,
তাই বলে কি বলতে চাস
আমি কিছু বুঝি নে?


নাহয় একখান লাঠিই লাগে
চলতে আমার পথখানা,
তাই বলে আমারও কি
আমগাছে তে চড়তে মানা?


দুষ্টু দুষ্টু ছেলের দল
ওড়ায় যখন ঘুড়ি,
ওদের সাথে তাল মেলালে
চেচায় আমার বুড়ি।


বলে নাকি বুড়ো বয়েসে
ধরেছে আমার ভীমরতি,
দশটা বছর পরে ভাবছি
কি যে হবে বুড়োর গতি!


বয়েসটা আর কই বা হলো!
এইতো সবে নব্বই!
মাথায় কি যে রোখ চেপেছে
একশ আমি হব্বোই।


খাওয়ার এখনো কতই বাকি
গেলাম না তো আফ্রিকাতেই,
ব্লাক মাম্বা ধরবো বলে
পণ করেছি কুড়িতে সেই!


জানার এখনো কতই বাকি
চাপলাম নাকো জাহাজেই,
তীমির নাকি ডিম হয় না
দেখবো আমি নিজের চোখেই।


ভাবতে ভাবতে চোখ বুজেছি
একটু ঘুমের ঘোরে,
জেগেই দেখি কান্নার রোল
যেনো গেছিই আমি মরে!


আরে পাগলা কাঁদিস কেনো
এইতো সবে নব্বই,
সাধ গুলো সব মেটাবো
একশ আমি হব্বোই!