নষ্ট শহর, নষ্ট নদী
নষ্ট রাস্তার ময়লা ধুলো,
ভ্রষ্ট মানুষ, নষ্ট পানি
বৃথাই ভাসে বীর্যগুলো।


নষ্ট মন্ত্রী, অবুঝ প্রজা
স্বাধীন দেশের ভ্রষ্ট রাজা,
হাড় জিরানি দেহের শ্রমে
নষ্ট টাকার নষ্ট মজা।


নষ্ট দিন, নষ্ট রাত
ভ্রষ্ট সূর্যের নগ্ন আলো,
নষ্ট চাঁদের কলঙ্কতে
নষ্ট এখন সকল ভালো।


নষ্ট দেশের নষ্ট শিক্ষা
নষ্ট পিতা-মাতা,
লেটার মার্কস আর গোল্ডেন কাপড়
মাথায় নষ্ট বইয়ের ছাতা।


নষ্ট মাঠ, নষ্ট ঘাট
নষ্ট বাড়ির পুষ্ট ইট,
নিরব কাকের বিষ্ঠা নষ্ট
মানুষ যখন নষ্ট কীট।


বৃথাই জ্বলে নষ্ট আলো
চলে ভ্রষ্ট জীবন,
বৃথায় আমরা কেদে মরি
বৃথাই ভ্রুনের মরণ।


নষ্ট সকাল,  তপ্ত দূপুর
শান্ত শিষ্ট রাত,
তারই মাঝে নষ্ট নারী
জোটায় পেটের ভাত।


নষ্ট দেহের ভ্রষ্ট ব্যবসা
নষ্ট এখন নারী,
নষ্ট নরও ভ্রষ্ট এখন
মিথ্যার কারিগরি।


মস্ত চাকরী, মস্ত সে কাজ
নষ্ট ঘুষের মস্ত বহর,
সেই কালিমাই আকলো দেখো
ভীষন এক নষ্ট শহর।


খাবার নষ্ট, টাকা নষ্ট
নষ্ট ভালোবাসা,
তারই মাঝে স্বচ্ছ কাচে
নষ্ট এখন সকল আশা।


নষ্ট নীতি,  পষ্ট ভীতি
ভ্রষ্ট গণতন্ত্র,
নষ্ট গুরুর মুখস্ত বই
নষ্ট সকল ভ্রষ্ট মন্ত্র।


নষ্ট দেশের নষ্ট গল্প
নষ্ট ভীষন পষ্ট,
যেথায় তাকাই সেথায় দেখি
নষ্ট কিংবা ভ্রষ্ট।