"শেষ প্রয়ানের কল্প কথা"


- নিঃশেষ পথ, বৃষ্টিধারায় স্নাত
- অশেষ আমি, সুগন্ধিপুষ্পে মাতো
- তবে আমি নিঃঝুম, তোমার করতলে হাত
- আমি নাহয় তবে লজ্জাবিসর্জিত সেই রাত?
- আমি তবে ধর্ষক, চোখের চাহনিতে
- আমি তাহলে ধর্ষিতা, লজ্জা তলানিতে
- তুমি বড়ই হিপোক্রাট, নস্টালও ঠিক বটে
- ভালোবাসা নেই তো আর, তিরস্কারই জোটে!
- মিছি করছো অভিমান, বলতে চাইনি তা
- ঠিক বুঝেছি, বুঝতেই হয় - অভিমানীর মা
- আচ্ছা চলো কান ধরেছি, বলবো না তো আর
- বিশ্বাস আমার ছত্রভঙ্গ, স্বভাবে কর্ম যার
- পোড়া ইটের বাড়ি, শ্যাওলা ধরা ছাদ
- হ্যাঁ, তোমার কোলে আমার কাধ
- প্রথমবার সেই যে তোমায় অনুসরণ
- রাজা বাবুর গলিতে সেই! আহ! স্মরণ!
- লিখেছিলুম শব্দমালা, হলুদ পাতার কাগজে
- ভালোবাসি বললে সেবার, নিউরণের মাঝ মগজে
- আহ! বৃথাই করছি স্মৃতিচারণ, যেতে হবে এখনই
- বিধাতা কি নিষ্ঠুর এত? কেড়ে নিতে হবেই কি?
- আমি, অনন্ত, অবিনশ্বর আমার স্মৃতি,
তোমার মনেই থাকবে বেচে, আমার ফুলের বৃতি!
- তবুও তো আমাদের শরীর দরকার
- রাজরানীদের বাজার সরকার?
- আহ! কি যে বলো! লম্পট নাকি আমি?
- কি জানি কি মুচকি হেসে! নইতো অন্তর্যামী
- ঠুনকো তবে ভালোবাসা, ঠুনকো তবে বিশ্বাস
- বিশ্বাস? সে তো রন্ধ্রে রন্ধ্রে যতক্ষণে শ্বাস!
- বললে কেনো তবে? দিতেই হবে কষ্ট?
- মৃত্যু মুখে বাক্যি করবো না! আমি যে সেই ভ্রষ্ট
- এ কি! চোখ বুজলে কেনো? বলবে না কি কথা?
- সমুদ্র সন্তান আমি, তোমার চোখের জলই বৃথা
- আর তোমার সন্তান আমার গর্ভে! সে বেলা?
- সমুদ্রনাতি? মিল হলো না! বোঝো এখন ঠেলা!
- এখনো যে কাব্য করো, এমন কেনো তুমি?
- যাচ্ছি চলে,নাম রেখেছি.. নাম রেখেছি ভূমি
- যদি হয় গো ছেলে? মানে বলতে চাচ্ছি পুত্র!?
- দাদুর নামে নামটা রেখো, নাম রেখো সমুদ্র
- যেমন তুমি বলো না! পেয়ে যায় হাসি!
- সময় এবার থমকে গেছে, এবার তবে আসি
- না, প্লিজ... প্লিজ! ভীষন ভালোবাসি
- ভালোবাসি!


- প্রিয়? প্রিয়? এই? কথা বলো...এই প্রিয়?


নিশ্চুপ দেহ, নিথর শরীর
বাক্যে হয়েছে দ্বিত,
শীতল শরীর, প্রানহীন তবু
মুখে হাসি স্মিত!


চলিছে প্রিয়তম শেষ প্রয়ানে
প্রিয়তমারে একা ছাড়ি,
ঈশ্বরের সন্তান অবশেষে হায়
ফিরিতেছে নিজ বাড়ি!


পাপ,পূন্য মিলিমিশি তবু
ভালোবাসা রয় শুধু প্রাণে,
প্রিয়তমা তার, করিছে হাহাকার
গায়ক মাতিছে, মৃত্যু গান-এ!


আবার আসিবে সে, মানুষেরই বেশে
হাজার বসন্ত পর,
নতুন কুড়েতে বাস,স্বর্গীয় নিঃশ্বাস
ঠিকানা ঈশ্বরের ঘর!