বাধভাঙা দু’চোখের জল আজ আমার হয়েছে আপন
বুক ফাটা আর্তনাতের চাপা যন্ত্রণা অপ্রকাশ চিৎকার
সিগারেটের ধূয়ার মত হাওয়ায় উড়ছে যেন সবার অগোচরে
জীবন বন্ধন আজ হতে চলেছে পৃথক, এ যন্ত্রণা কোথায় রাখি!


অভিশপ্ত বুধবার আমাকে গিলে খেতে আসে প্রায়ই
খুব ভয় পাই, বুক ধরফর করতে থাকে কী জানি কী হয়ে যায়
দ্বিপদী মনুষ্য প্রাণীর তীর্যক ধিক্কার আজ আমার অশনিসংকেট
মানসিক শাস্তির শৃংখল কারাগারে বাঁধা পড়েছে আমার দু’পা!


মাথার ওপর দাঁড় কাকের কা-কা ডাকে বিমূঢ়িত হই
আপাদ শরীর থেকে কেউ যেন ছিঁড়ে নিচ্ছে টুকুরো টুকরো মাংস
বাকশক্তিহীন অসুস্থ্য প্রাণীর চোখ মেলে দেখে থাকি
জ্ঞানশক্তির মস্তিস্কের মগজ ক্ষুধার্ত প্রাণীর মত গিলে খাচ্ছে একজন!


ধারালো নখের আচরে ছিঁড়ে খসে পরছে রক্তমাংসের টুকরো
আপনজনের নির্মম আঘাত প্রেমিকার দেয়া কন্টাকীর্ণ অপবাদ
টেবিলে রাখা বিচ্ছেদের কাগজ দেয়ালে টাঙানো অতীতের সুখী দাম্পত্য
পরিবার হতে আজ পৃথক দেহ পরতে যাচ্ছে যেন কাফনের কাপড়!


২০ ফেব্রুয়ারি/২০১৪