হত্যা উৎসবে মেতে উঠেছে মনুষত্বহীন মানুষরূপী হিংস্র জন্তু
পৃথিবীকে করে তুলছে আতংক যন্ত্রণার নারকীয় প্রাসাদ
নিজের পা রাখার স্থানটুকু মনে হয় সুচালু নিম্নতল সিঁড়ি
কখন পা পিছলে হই মনুষ্যহীন ভিন্ন ক্ষুধার্তপ্রাণীর তৃষ্ণার্ত আহার
এমনি এক ভারসাম্যহীন অবস্থায় পৃথিবী আমার
যেখানে হত্যাকারীদের চোখে আমি যেন এক কুরবানী পশু!


কী ভয়ংকর হয়ে উঠেছে মানুষ! ধরেছে ধর্মহীন এক অন্ধকার পথ
পিতার হাতে কন্যা ধর্ষণ; খাবলে খাচ্ছে মাংসভোজী নারীর নরম পিন্ড
মৃত্যুর ফাঁদে আজ পৃথিবীর মানুষ; জাতিতে জাতিতে দ্বন্ধ-বিদ্ধেষ
স্বার্থের টান পড়লেই হিংস্র হয়ে উঠে নিজ আপনজনও!
নিজের বসতঘর হয়ে উঠছে কখনো হত্যাকারীদের হাতে মৃত্যুর কসাইখানা
ধর্ম হতে সরে আসা মানুষ; বিবেকে লেপেছে জ্ঞানহীন লেবাস!


কোথায় দাঁড়াবো আমি? জায়গায় জায়গায় বিপদের আখড়া
জাতি ভাই যেখানে রাক্ষুসী দানব; মৃত্যু সেখানে ভোগ্যপণ্য বিজ্ঞাপন
খবরের কাগজ হয়ে উঠে প্রধান শিরোনাম; আমার মৃত্যুও রঙিন প্রচ্ছদ
প্রশাসনের খাতায় দূর্বৃত্ত পলাতক; বিমূঢ় ভাবে প্রশাসনকর্তার তদন্তের আশ্বাস
অথচ নাকের ডগায় প্রাণবন্ত চিত্তে হেটে বেড়ায় কিলার দূর্বৃত্তরা
ধূকরে ধুকরে কাঁদতে হয় আমাকে অন্ধকার কবরে বিচারের আশায়!
২২ অক্টোবর/১৪