মৃত্যুই কী আমার শেষ ঠিকানা!
হতে পারে তাই,...
তবুও একটু স্বস্তিভাবে বেঁচে থাকার প্রবল ইচ্ছে আমার
অসম্ভব পেট্রোল আগুনে দগ্ধ হয়ে মরতে চাই না আমি।


মৃত্যুই কী আমার এখন শেষ পাওনা!
কী সব আবোল তাবোল করছে আমার রাষ্ট্রের রাজনৈতিক দল
আমাকে মেরে কীভাবে গণতন্ত্রের রক্ষা হয়?
উত্তর দিবে কেউ, উত্তর নিয়েই পেট্রোলে জ্বলতে চাই।


মৃত্যুকে আমি ভয় পাই না, মৃত্যু তো আমার জন্যই
তবে মানুষ হিসেবে অধিকারটুকু তো আছে
শুধু আগুনে পুড়িয়ে, হত্যার শিকার বানিয়ে ক্ষমতার চেয়ার-
আমাকে মেরে ওই চেয়ারতো তোমার নয় রাজনীতিবিদ?


মৃত্যু আমার শেষ ঠিকানা হলেও আমি মরব না
প্রতিদিনই তো দেহ পুড়িয়ে অঙ্গার করে ফেল
তারপরেও প্রাণের ঠিকানায় আমি অসম্ভব বেঁচে থাকি
পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না করে যে আমার মৃত্যু নেই!