তোমারে আমি চাইলেই আজ পাইতে পারতাম!
অথচ আজ তুমি আমারে  পাইলানা!
ডাইন কান্ধের ফেরেস্তা তোমার পূর্ণ লেখতে পারলনা
কি নিদারুণ নিষ্ঠুরের মতো আমি ছ্যাইড়া গেলাম তোমারে-
তুমি আঁটলাতেও পারলানা।
তোমারে না পাইবার লাইগ্যা কত-শতো শব্দরে ভাইংগা গুঁড়া কইরা দিছি-
কংকিটের টুকরার মতো কইরা নিজেরে!
নিজের স্বপ্ন দিছি কয়েকটা শব্দের দামে বেইচ্যা।
প্রবাসীদের মধ্যে আমারে দিছি বিলাইয়া
গেরাম ছ্যারছি, শহর ছ্যারছি নিজের দেশটারে ছ্যাইড়া নিজেরে স্থাপন করছি মরুর বুকের বিশাল বিশাল স্থাপত্যে।
অথচ তুমি আমারে ছ্যাড়তে পারলানা আবার পাইতেও পারলানা!
কী নিদারুণ নিষ্ঠুরের মতো ছ্যাইড়া গেলাম তোমারে!