কখনো যদি হারিয়ে যাও -
খুজবনা আমি তোমায়
যেদিকে দু-চোখ যায় চলে যাব
উন্মাদ হয়ে যাব।
সিংহের মতো গর্জনে কাঁপিয়ে তুলব-
নির্জন অরণ্য।
কখনো যদি হারিয়ে যাও -
খুজবেনা কেহ তোমায়
শুধু সেদিন পাহাড় গুলো ধসে  পড়বে-
এক উন্মাদের আত্নার হুংকারে।
কিচিমিচি মিষ্টি-পাখির সূর পরিণিত হবে-
এক ভয়ংকর সূরে,
তারাই একমাত্র শাক্ষী সেদিনের-
উন্মাদের ধ্বংসলীলার।
তুমি যদি হারিয়ে যাও -
খুজবেনা কেহ তোমায়!
পৃথিবীর সব ফুল ছিঁড়ে ফেলব-
নর্দমায় ছুঁরে ফেলব সব মালা,
সেদিনই লেখা হবে মৌমাছির বিলপ্তের ইতিহাস।
তুমি যদি হারিয়ে যাও-
খুজবেনা কেহ তোমায়!
এক উন্মাদ - ধ্বংস ধ্বংস  বলে চিৎকার করবে
পাগলের মতো পৃথিবীর এই প্রান্ত থেকে ছুঁটবে ঐ প্রান্তে
শুধু একটু শান্তিতে নিস্বাস নেওয়ার জন্য-
জ্বালিয়ে দিবে সকল বৃক্ষ!
পৃথিবীতে আবার শুরু হবে এক ধ্বংসলীলা-
এক উন্মাদের আন্তার হুংকারে।
তবুও আমি বলব -
কখনো যদি হারিয়ে যাও-
খুজবনা আমি তোমায়।