আজ পঁয়ত্রিশ বছর পর,
বই এর মত বই পরে আছে,
স্পর্শ তোমার নেই তাতে,
তোমার নেই সেই অবসর।


গল্প উপন্যাস হারিয়ে গিয়েছে,
আবার এসেছে " অ" "আ" ছন্দ,
ভাঙ্গাতে নাতি নাতনীর দ্বন্দ,
আসে শুধু ছোট ছোট ছন্দ।


রান্নঘরটা পুরো পৃথিবী,
এক নিয়মে তোমার প্রকৃতি,
সেলাই সুতার হাতের কাজ,
ঘর বোঝাই স্মৃতি আজ।


প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী
উল্টা পথে দুজনে আজ,
ইচ্ছা থাকলেও হয়না কথা
হাতে তোমাদের অনেক কাজ।


বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
কে রেখেছে খবর কখন
সবার সংসার আপন এখন
ব্যস্ততায় সময় পার হয়ে যায় কখন।


ব্যক্তি তুমি মুল্যায়নেে
ছেলের বউ সব জানে,
কি করেছ প্রশ্ন উঠে,
জীবনটা কি শুধুই মিছে?


সত্যি কথা যায়না বলা
কিছু বললেই "বেশ হয়ছে আপনার গলা"
সংসারে তুমি যেন
মস্ত বড় এক ঝামেলা।


শখ আল্লাদ কবেই ফুরিয়েছে
গাছের পানে চেয়ে থাকো
তুমি যেন এক পোষা প্রাণী
প্রয়োজনে নাচতে ও গাইতে জানো।


কথোপকথনে ঝগড়ার ছন্দ
তোমার জন্য জীবন মন্দ
প্রতি নিয়ত চলছে দ্বন্দ
জীবনটা অমীমাংসিত ছন্দ।