আজ তোমার জন্মদিন,
দিনটা নিয়ে কত স্বপ্ন আমার,
তুমি আরো একটু বড় হয় গেলে,
আরো কত দ্বায়িত্ব বেরেগেলো তোমার।


ইচ্ছে ছিলো এবার তোমায় নিয়ে ঘুরবো,
ময়মনসিংহের অলিগলি আর রেস্তোরা,
আমার আনন্দমোহন দেখাবো,
জয়নুল পার্কের ফুচকা খাবো দুজনে।


তোমার জন্য একটি মিষ্টি রংএর শাড়ী কিনবো
না হয় একটা গোলাপী খয়েরি সালোয়ার,
না হয় একটা আংটি তোমার জন্য,
কিচ্ছু করা হলোনা হাতটা এবার একবারেই ফাকা।


কোন উপহার দেওয়া হলোনা এবার তোমায়,
আমার অনেক ইচ্ছের মত এটাও নষ্ট হলো,
অনেক চেষ্টা করলাম কদিন কিছুই ব্যবস্থা হলোনা,
শুন্য হাতেই তোমার জন্মদিন চলে যাচ্ছে।


কিছু দিতে পারিনি
কিন্তু তোমার জন্য একবুক ভালবাসা আছে,
হয়তো এটা তোমার কাজে আসবেই না,
তবু আমার এক মাত্র সম্বল।


কিছুই করা হলোনা অর্থকষ্টে,
বেকার দের কোন ইচ্ছে থাকতেনেই
থাকতেনেই কোন রকম ভালবাসা,
তোমার ক্ষেত্রে ব্যার্থতা ভালো লাগছেনা আমায়।


তোমার জন্মদিন তো চলেই এলো,
রাত বারোটা দুইএ একটু কথা হলো,
কিন্তু বলার সাহস হলোনা
আমার বুকে তোমার মাথা রাখতে ইচ্ছে হচ্ছে।


তুমি হয়তো দেখছো তোমার প্রিয় জনের উপহার,
আমার পক্ষে কিছুই নেই দেবার
শুকনো শুভেচ্ছা যুক্ত ভালবাসা টুকু তোমার,
এভাবেই একটি জন্মদিন চলছে গল্পকন্যার।