ভোরতো ঠিক এসেই দাড়ায়
গভীর রাতের শেষে,
আবার পাখি গেয়ে উঠে,
ফুল ফোটে হেসে,
জীবন আবার গতি ফিরে পায়,
ক্লান্তি আর একাকিত্বের শেষে,
সুর্য আবার তপ্ত হয়,
শক্তি জোগায় জীবে,
পরীক্ষাতো আবার শুরুহয়,
প্রতি প্রাণে প্রতি ক্ষনে,
ভোরতো ঠিক এসে দারায় প্রতি প্রাণে।


আসেনা ভোর আমার জীবনে,
আসনা তুমি আবার ফিরে,
বলোনা তুমি জীবনমুখী গল্প,
জ্বালাওনা কোন প্রদীপ প্রাণে,
আমি যেন নিভে যাচ্ছি প্রতিক্ষণে,
অস্তিত্ব আমার বিলিন হচ্ছে
আমার ভেতরে আমার অন্তরালে,
তাপহীন হয়ে যাচ্ছি শক্তিনেই মনে,
নীরবে নিবৃত্তে নিভে যাচ্ছে জীবন
ভোর নামের সে ভোর আসবে ঠিক কবে,
আমি তো সে ভোরের আশায় প্রহর গুনি।


আবার তুমি দাড়াবে সামনে,
বলবে এসেছি আবার ফিরে,
ছিলো যত আঁধার জীবনে
দুর করেছি এ কটা দিনে,
জীবন গল্প আবার হবে শুরু
আমি ছুটবো নতুন গতীতে
ক্লান্ত হলে হাতটি ধরে বলো
"আছি তো তোমারই পাসে
এগিয়ে যাও বীর বেসে,
আমি তোমার শক্তি হয়ে
আছিতো প্রতিটা ভোরে"।


সে ভোর জানিনা আসবে কবে,
আলোতেও আছি আঁধার হয়,
রাত জাগা সব ক্লান্তি নিয়ে
আমি ঠিক সে ভোরের অপেক্ষাতে।
দুর করে সব নীরবতা চলে এসে,
খুলবো এবার নতুন কবিতার খাতা,
থাকবেনা সেখানা কোন হতাসা,
লিখবো প্রেম আর সাফল্য গাঁথা,
একদিন ঠিক চুরোয় দারিরে
আমি দেখবো সূর্য উঠা,
সে ভোর সুধুই স্বপ্নগাথা।