জেনে বুঝে অপরাধ করছি আমি ভাই
নিজের কাছেই নিজের কোন অনুশোচনা নাই,
অনেক কিছু হারাবো হয়তো তোমাদের থেকে
দুরে কোথাও থাকবো বেঁচে নতুন কোন রুপে।


পড়াশোনায় ফাঁকি ছিলো ছোটবেলা থেকে
পরীক্ষার পূর্ব রাতে পড়েছি রাত জেগে জেগে,
মূল ঘটনা মাথায় রেখে লিখেছি অনর্গল
তাই হয়তে পরীক্ষার খাতায় পেয়েছি কিছু ফল।


চাকরির জন্য ঘুরতে এসে দেখি ছোট বেলার পড়া
হেলায় ফেলায় কেটেই গেছে কত কত বেলা,
পড়তে বসে মনে হয় কতই না পড়া আর পড়া
ছোট বেলায় ফেলে আসা স্মৃতির বড় মেলা।


সার্টিফিকেট জুগিয়েছি গতানুগতিক ধারায়
মূল বিষয় এরিয়ে গিয়েছি পড়ায়,
চাকরির পরীক্ষায় নিজেকে লাগে অসহায়
কিভুল করেছি মনে হয় সেই এক ঘন্টায়।


চাকরি হয়তো জুটে যাবে একটু চেষ্টা করে
মনের মত হবে না থাকবো মুখোশ পড়ে,
কষ্ট আছে অনুশোচনা নেই আছে অভিজ্ঞতা
মনযোগী হও পড়াশোনায় একটাই শুধু কথা।


যুদ্ধ হবে এবার শিক্ষাই হবে হাতিয়ার
সময় হয়েছে নিজেকে তৈরি করার ,
ব্যর্থতা থেকে অভিজ্ঞতা জানিয়ে গেলাম সবাইকে
দোয়া করো সাফল্য আসে যেন আমার জীবনে।