কথায় কথায় সময় পার
চলতে থাকে গল্প তোমার আমার,
সকাল শুরু গল্পদিয়ে,
"শুভ সকাল " প্রথম বলা
চলতে থাকে গল্প বলা।


কি করছি? কি করবো?
কি কর?  কি করবে?
শত শত উত্তর নিয়ে
চলতে থাকে গল্পবলা
দেখতে দেখতে হয় দুপুর বেলা।


শান্ত সকালের সময় পেরিয়ে
দুপুর বেলার ক্লান্তি নিয়ে
বসবো যখন খেতে
খুব জানতে ইচ্ছে করে কি তোমার পাতে?
কি খাচ্ছ? কেমন হলো? সব আমাকে এখন বল।


সকল কাজকে বিদায়বলে
আমি যখন আমার ঘরে
তোমার কথার মনে পরে
ঘন্টার পর ঘন্টা চলে আমাদের গল্প
কে জানতো তার স্থায়িত্ব এত অল্প।


অল্প কিছু সময়পরে
জীবন বদলায় হটাৎ করে
তুমি নতুন কারো ঘরে
আমাকে কেবল একলা করে
থাকবো আমি কেমন করে ?


আজো সকাল হয়, শান্ত সে সকাল
দুপুর আসে, কান্ত সে খুব
রাত্রী আসে, আমি একলা খুব
গল্পের মত গল্পথাকে হয়না তা বলা
এভাবেই কত গল্পহারিয়ে যায় সকাল সন্ধা রাতে।