বই পড়তে মত্ত তুমি
গল্পের পর গল্প,
সময় পেলে একই কাজ
হচ্ছনা একটুও বিরক্ত।


গল্প,উপন্যাস আর অনুবাদের বই,
মাঝে মাঝে ইচ্ছে করে
আমিও একজন লেখক হই,
ইচ্ছে থাকলেও উপায় কই।


তোমার অবসর রান্নাঘরে,
ঘর গোছানোই প্রধান কাজ,
সেলাই হাতেও দারুণ তুমি,
চমৎকার হাতের কাজ।


দোস্ত তোমার প্রধানমন্ত্রী,
সব কাজেতেই জোড়া,
এক সাথেই সব করেছ
বিয়েও যায় নাকি করা।


বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
আর ভাই বোন মিলে,
সময় তো বেশ কাটাচ্ছ,
কি করবে নতুন কেউ এলে?


ব্যক্তি তুমি বাস্তবতায়,
কুসংস্কার ছাড়া,
কথায় কাজে পটু তুমি
যায় নাকো ধরা।


সত্যকথা সামনাসামনি
হোন না যত কঠিনতায় ভরা,
দোখলাম এ কদিন
তোমার চলাফেরা।


ভ্রমণ তোমার শখের তালিকায়,
বৃক্ষ - প্রাণী প্রেম আছে জানি,
কন্ঠেও সুর উঠে বাজে ঘুঙ্গুর ধ্বনি
নামেও কাজে যেন একটা  ধরনী।


নির্বাক কথোপকথনে
দেখেছি প্রাণ ফেরানোর ছন্দ,
কন্ঠ মেলেনি এটাই
একটি মাত্র মীমাংসিত দ্বন্দ ।