আজকাল আমি বড্ড অগোছালো
কোন কিছুতেই মন স্থির করতে পারিনা
ঘর মুখো মনটা বড় বেশি বাউন্ডুলে হয়েছে
বেডকভার টাও ঠিকঠাক করতে ভুলে গেছি
এখানে সেখানে বই আর তার ছরিয়ে আছে ঘরে
ইতিহাস আর আইন বুকে রেখেছি ধরে ।


শার্টের আজ ধুলো পরে যায়
চটিতে নেই কোন ধরনের কালি
লুঙ্গিটাও আজ বেখেয়ালে কি করে পড়ি।
পারফিউম সুভাষ ছরাই শুধু ঘর থেকে বের হলে
কেউ আজ জানতে চায়না কেন বাউন্ডুলে।


নতুন করে আসেনা তোমার ছবি
পুরেনো নিয়ে থাকি
মাঝে মাঝে খুব ইচ্ছা হয়
তোমার নাম ধরে ডাকি।
তোমাতে বিভোর আমি
তোমার সাধনায় রত
তুমি যদি বিদায় বল
আমার হৃদয়ে কি হবেনা খত?


স্বপ্নতো ছিলো সুন্দর কিছু
দুজন মিলে গরবো
দুজনে হাত ধরে পাশাপাশি চলবো
ছোট্ট চাকুরি দুটি রুম
বেলকুনিতে গল্প গুজব করবো
ইচ্ছে হলেই দুরে কোথাও ঘুরতে যাবো।
এক টেবিলে পাশাপাশি ইচ্ছে মত খাব
চাকরির বেতন হাতে পালে
বাচ্চাদের পার্কে গুরতে নিয়ে যাবো।


হটাৎ কেন পালাতে হলো কি সুখ তুমি খুজেছ
আমার পাশে থাকবে তুমি বুক ফুলিয়ে বলেছ
আজো আমি পথের পানে তুমি ফিরবে তাই
আমি ইচ্ছে হলে পাগলের মত তোমার গান গাই
কোথায় স্বপ্ন গুলো কোথায় আছ তুমি
কেন এত বাউন্ডুলে আজকের এই আমি।