বলতে গিয়েই থেমে যাই,
তুমি ছিলে তুমি নাই,
হিসেব নিকেশে কাঁচা তাই,
বারবারই হোচট খাই,


কাঁধে এসেছে অনেক চাপ,
শিখছি কত কি নতুন ধাপ,
ইতিহাস সংস্কৃতির বাইরে এসে,
মেতেছি হিসাব নিকেশে।


গুরুগম্ভির সব কাপজ পত্র,
অফিসের কত ধরণের আসবার পত্র,
কর্মীদের সব কাজ কর্ম,
সব মিলে বর্তমান কর্মযজ্ঞ।


ইতিহাসে আছে অনেক উদাহারণ,
ট্রেকের বাইরেও সফলতা কি বারণ ?
সাহস যোগাচ্ছে সেই সব কৃতিত্ব,
আমিও সফলতার প্রতিজ্ঞা বদ্ধ।


একটা চেয়ার একটা শাখা,
হিসাব নিকাশে হতে হবে পাকা,
ধরতে হবে সকল ভুলভ্রান্তি,
আশা যাবেনা কোন ক্লান্তি।


সাহস হবে বড় শক্তি,
কিছু শিক্ষায় আসবে মুক্তি,
সহায়ক হবে প্রযুক্তি,
ম্যানেজমেন্টেই বড় উক্তি।


বাড়াতে হবে নেতৃত্বগুণ,
সফলতায় সময়ের দ্বিগুণ,
সঠিক পন্থায় সহজ কাজে
জীবিকার তাগিদে কত কি আসে।