আজ এখানেই বিদায়,
অপেক্ষা আবার ফেরার,
সময় করে সময় হলে,
আবার আসবেন,
কথামালায় নিমন্ত্রণে।


অনেক কথা জমে থাকে
প্রতিদিন কথার শেষেও,
কথাগুলো কোথা থেকে এলো?
প্রশ্নটা মনে রয়েইগেলো,
তোমার যাবার সময় হলো।


কথার মারপ্যাঁচে একটু সময় নেয়া,
আরো একটু সময় চাইছি
যায় নাকি সময় বারিয়ে দেয়া,
কথার মালা বড় হচ্ছে
তোমার সময় শেষ।


শেষ হয়েও হয়না শেষ,
ঠিক যেন ছোট গল্পের রেশ।
সবুজ বাতির খোজে আমি,
ফিরবে কি তুমি নিমন্ত্রণে,
কথামালার আমন্ত্রণে।