কথা বলায় অভিমান তোমার,
আমি বড্ড আবেগি,
জীবন গিয়েছে দুপ্রান্তে,
করা হয়নি ভাগাভাগি।


খুব বেশি পছন্দের ছিলো,
তোমার কন্ঠের সুর,
তাই হয়তো তাতেই অস্ত্র করেছে,
আমায় করেছ দুর থেকে বহুদুর।


কথার পরে কথা গুলো,
আজো একই হয়ে আসে,
সব কিছু কেমন ঠিক চলে,
তোমর কন্ঠ নাহি আসে।


ভোর বেলাতে তোমার কন্ঠ,
দিনের শেষেও তাই,
মাঝের সময়টা মুখরতায়,
এখন কোন খবর নাই।


আমি যেন একগুচ্ছ অপরাধের ঘর,
তুমিও তাই পর করেছ,
ভাবছো আমি খুব স্বার্থপর,
তাই করেছ আমায় পর।


কিছু কিছু কথা আজো কানে বাজে,
পৃথীবি নীরব হলে আমার কাছে আছে,
খুব বেশি ভালো লাগে তোমার কন্ঠের সুর,
তার অপেক্ষাতে আমি রাতদুপুর।