তুমি না বলেছিলে,
আসবে তুমি,
সেই উঁচু পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে
করবে হৃদয় বিনিময়।
কই আসলে না তো?
তোমার পথ পানে চেয়ে আছি,
সত্যিই বড্ড একা হয়ে গেছি,
হৃদয় বহন করছে এক অগ্নি কুন্ড।
আমার হৃদয় যে পূর্ণ শ্মশানেে পরিণত হচ্ছে।
মনে পড়ছে আজ
তোমার সেই রক্তাবৃত
অসন্দিগ্ধ সুবীর মূখশীর কথা,
বলেছিলে তুমি,
নীল আকাশ বিবর্ণ  হয়ে যেতে পারে,
পারে পূর্ণিমা চাঁদের আলো ম্লান হতে,
কিন্তু পারনা তুমি
আমার থেকে বিখন্ডিত হতে।
কি?  এখনো তো
নীল আকাশ নীলই আছে
পূর্ণিমা চাঁদও উজ্জল্য হাসি হাসছে
তবুও তুমি,তুমি নেই কাছে।
কোথায়?  কোথায়?  তুমি!
হে মনোমুগ্ধকর রুপের ডালি,
কোথায় তুমি?
তোমার মায়বী চোখ,
গোলাপী ঠোঁট,
আজও আমাকে তাড়া করে।
দাও,দাও, একবার দেখা।
কোথায় আছ তুমি।
নিয়ে যাও না আমার
তোমার সেই অমৃত সুধাময় স্থানে।
পারছি না এখন
আর মনকে বাঁধা মানাতে।