কোথায় যেন ভয় ছিলো,
বলেদিতে কথা গুলো,
ভালো লাগে তোমার চলা,
যায়নাকি এক সাথে জীবন গড়া?


এক পা এগুতে গিয়ে বার বার ভয়,
বয়স তো আর এখন আঠেরো নয়,
ধুপকরে বলে দিবো ভালোবাসি কত,
হয় স্বপ্ন না হয় ক্ষত "


বয়স হয়েছে বটে বেশ,
জাগে মান সম্মানের রেশ,
যদি বলে দাও বারণ,
প্রশ্নে ও আসবে না কারণ,
নীরবে হয়ে যাবো চোখের আড়াল,
দুরে দুরে আমি চিরোকাল,
সব বুঝেও তোমার নির্বিকার চলা,
শেষ হলো আমার এ খেলা।


তুমি না নারী!
বুঝোনা চোখের কথা আমারি?
কত কথায় বলে গিয়েছি,
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি,
এত কথার পরও যদি,
প্রশ্ন আসে "ভালোবাসি কাকে?"
মুখ লুকিয়ে থাকা ছাড়া আর কি থাকে?
কথোপকথনে তোমার অপেক্ষা,
হবেকি আমার কল্পনার বাস্তবে দেখা।