মাঝ রাত এখন,
আকাশে চাঁদের আলো জলজল করছে,
জানালাটা এখনো খোলা,
ঠান্ডা বাতাস মাঝেমাঝে শরীরে লাগছে,
চেনা অচেনা বহু শব্দ দুরথেকে ভেসে আসছে,
পুরোনা দিনের গান ফোনে বাজছে,
ইচ্ছে করছে তোমার হাত ধরে বারান্দায় দাড়াই,
মনটা বড় ব্যাকুল হয়ে আছে,
তোমার কাছে একরাশ অভিমান জমেছে,
মাঝ রাতের অভিমান,
আমার একা থাকার কষ্ট তুমি বুঝতে পার?
আমার স্বপ্ন পোড়ার গন্ধ পাও?
আমার ভুল পথের পদক্ষেপ শোন?
আমি একটু একটু করে মিলিয়ে যাচ্ছি,
আমার অস্তিত্ব আমার থেকে ভিন্য হচ্ছে,
রাতের গভীরতা ক্রমশ বেরেই চলছে,
আমার অভিমান অভিযোগে রুপ নিচ্ছে,
তুমি ক্রমশ আমার থেকে দুরে যাচ্ছ,
আমারোতো ইচ্ছে করে তোমার চুল ধরতে,
তোমার চুলে মুখ লুকাতে,
তোমার হাত ধরে দুরে তাকাতে ইচ্ছে করে,
স্বপ্ন বুনতে ইচ্ছে নতুন নতুন স্বপ্ন,
আমিতো আজ কাল স্বপ্ন দেখতেই ভুলে গেছি,
প্রতিটা রাত প্রায়শই জেগে কাটাচ্ছি,
মাঝ রাতে তোমায় কল্পনা খুজছি,
নিজেই নিজের চোখের জল মুছি,
আবার কখনো আকাশের পানে চেয়ে থাকছি,
আমি তোমাকে দুর থেকে ভালবাসছি,
কখনো তোমাকে কাছে না পাচ্ছি,
তবু মাঝ রাতে জেগে কাটাচ্ছি,
অভিমানে তোমাকে ভরাচ্ছি,
মাঝ রাতের অভিমান জমিয়ে নিচ্ছি ।