গ্রামের বাড়িতে ঝড়ের মাঝে,
আম পড়ছে খুব,
অনেক দিন পার হয়েছে
আসেনি সে সুখ।


ভাই আছে সাথে
রাত যতই হোক ভয়কি আসে,
বেরতো হতেই হবে,
ছাতা আছে হাতে।


ঝিরিঝিরি বৃষ্টি,
আম তলাতে দুজন,
হাতের ঝুরি ভরে উঠছে
বুঝিনি কখন।


কাঁচা পাক আম কুড়াচ্ছি,
হাতের কাছে যতটা পাই,
ইচ্ছেমত খাচ্ছি দুজন,
খুব মজা হচ্ছে তখন।


হটাৎ করেই এমন দিন
এসেছে জানিনা কি ভাগ্যে,
যাই হোক মনে এমন দিন
বহুদিন থাকবে।