হয়তো আবার কথা হবে গলির ঐ মোরে,
হয়তো আবার দেখা হবে নবদ্বীপের পুলে,
হয়তো আবার ডাকবো তোমায় নুপুর নুপুর বলে, হয়তো আবার কথা হবে পদ্মপুকুর পারে,
বিএ কলেজ ঘুরবো দুজন হাতে হাত ধরে,
বড়পুলে দাড়িয়ে থাকবো দুজন রেলিংটা ধরে,
দুপুর বেলা খাবার খাবো চন্দবাড়ির ফ্লেরে,
কাটাখালির বুকচিরে এগুবো নৌকাবিলাস করে,
হয়তো আবার বলবো তোমায় ভালবাসি কত,
নুপুর থাকে পায়েল হয়ে আমার জীবনে এসো,
শুধুএকবার নয় বারবার বলি জীবন জুরে বসো,
শুধু আমায় এবং আমায় ভালবাসো,
তোমায় দেবো বুক ভরা ভালবাসা,
পড়াবো টাঙ্গাইলের বড় পেরে শাড়ি,
হাত ধরে ঘুরবো দুজন পারকরে শাল গজারি,
ঘুরতে যারো যমুনার চরে এলে শরৎ কাল,
টাঙ্গাইলের চমচম খায়িয়ে ভরাব গাল,
উকিল আর উকালতি ভালবাসার খুন শুটি,
একটু অভিমান হলে বুকে জরাবো ভালবাসার টানে,
তোমার দিকে তাকিয়ে থাকবো চাঁদনি রাত এতে,
তুমি কি পারনা আমার ভালবাসতে?
সব বাধা বিভেদ দুমরে মুচরে নতুন করে।