ছয় মাস হয়েছে পার তোমার বিদায় নেবার,
৫ মার্চ প্রথম প্রহরে আমাদের প্রেমের হয়েছিল ইতি
তোমার আমার পরিবার দেয়নি বলে সিকৃতি
তোমার ছিলনা একটুও মত
তারপরও তাদের কথায় নিয়েছিলে শপথ
নতুন সংসার গড়ার,
কাউকে নতুন করে আপন করার,
সংসারে সং সাজার,
সং তুমি ঠিকই আছ সেজে
আমি বুঝি কতটুকু কষ্ঠ এ সাজে
বন্ধি জেলে পচে মরছ তুমি
আমিও ভালনেই সেটাও জান তুমি
আমাদের এই প্রেম দিয়েছেন যারা ভেস্তে
তারাকি ভালো আছে? দেখুক একবার ভেবে।
তুমি ভালোথেকো আমি যেমনই থাকি
প্রতিনিয়ত তোমার সৃতি আমি আকরে রাখি
সৃতিতে তুমি থাকবে বেছে আমি রাখবো তাই
আমরা কেউ কখনো বলিনি বিদায়।
?


উৎসর্গ   ::::::: {আমার গল্পকন্যা (শান্তা)}