কেটেছে বহু আলোক প্রপাত
সামনেই গভীর রাত।
আধারের সাথেই কাটাতে হবে সময়
জীবন আমার আনেক কষ্টময়।
বদলায় সময় বদলায় জীবনের গতি
সামনের দিনে আধাই আমার সাথী।
তাই আজ জেগে থাকি রাত
আধারের সাথে সক্ষতা হয় যদি হটাৎ।
রাতে আকাশের তারা দেখি
হয়ে যায় যদি কোনদিন পথের সাথী।
চাঁদের দিকে চেয়ে থাকি
তুমিও আমার বন্ধু হবেনাকি?
স্বপ্নগুলো গেছে ভেঙ্গে
বাস্তবতা দেখি রাত জেগে ।
আধার রেতে সবাই একা
আধাই শুধু বন্ধু সেথা ।
আধারের কাছে আছি মিসে
আধাইযে আমার বন্ধু শেষে।
আধার ও রাতের নিরবতা
চাই তোমাদের সক্ষতা ।