নবগ্রামে জন্ম তোমার,গোপালপুর থানা
তোমার কৃতি আজ দেশের লোকের জানা।
শৈশব কেটেছে দুরন্তপনায়,
ঘুরতে গোপালপুর জুরে।
কাকলীর সাথে সক্ষতা তোমার গান সিনেমাকে ঘিরে।
ঝিনাইকে তুমি বুকে রাখ,উড়াও রঙ্গিন ঘুড়ি,
তোমার গানের কাছে হয়না কোনটার জুরি।
লিখতে পার,গাইতে পার,দিতে পার সুর,
তাইতো তোমার গান এত সুমধুর।
গানের সাথে সক্ষতা তোমার পেশা সাংবাদিকতা,
বারবারই তোমার মনে পড়ে নবগ্রাম ও গোপালপুরের কথা।
হেমনগরের রাজকন্যা,নবগ্রামের প্রকৃতি,
চোখ বুঝলেই  মনেপড়ে প্যারিস রোডের সৃতি।
গানেরা তোমার সন্তান তুল্য,দুপুর তোমার মেয়ে,
জানকি?
আমরা কত গর্ব করি আমাদের লুৎফর ভাইকে নিয়ে।
বইমেলাতে প্রকাশ কর নতুন নতুন বই,
তোমার গান শুনলে মনে হয় তুমি আমার কোন জন্মের সই।
মনের কথা খুজেপাই তোমার গানের সুরে,
লুৎফর ভাই তুমি বেচেথাক  কোটি মানুষের অন্তরে।
তোমার কথা লিখতে গিয়ে পাচ্ছি খুবই ভয়,
করেদিও ক্ষমা যদি কোন ভুল হয়।
তোমার সন্তান তোমার ঘুড়ি,
আমরা প্রাণ ভরে দোয়া করি।
লুৎফর ভাইয়ের ছন্দ ছড়া,
চাইনা কিছু গর্ব ছাড়া।
দেখাদিও সময় হলে,কথা হবে  কোনএক নতুন ভোরে,
সারা জীবন চাই লুৎফর ভাইকে আমাদের গর্ব করে।