স্কুল জীবনে শুধু দেখা,
একটু পরিচয়,
দুইপ্রান্তে দুজন মোরা কথা নাহি হয়,
একটু খানি চোখেদেখা,
একটু কাছে থাকা।
তুমি হয়তো খেয়াল করনি আমার চোখটি একটু বাকা,
দেখতে দেখতে দিনকেটে যায়,
স্কুল পেরিযে যাই মোরা,
কলেজ মোদের ডাকদিযে যায়,
তুমি মনে দিয়ে যাও করা,
কলেজ লাইফ কাটে থাকে,
তোমার নেই সারা।
তুমি যখন ভার্সিটিতে আমিও তোমার সাথে,
প্রথম কথা হলো কোন এক রাতে,
ঘুমন্ত তুমি তাকিয়ে আমি,
চলছে খেলা মাঠে,
হটাৎই তখন করা নারি,
সোসাল লাইফের দারে,
খুজেপেয়েছি বোধয় তোমারে।
কাছা কাছি হবার সুযোগ,
জানতে জানাতে এগিয়ে চলি ,
ভয় ভাঙ্গিয়ে মনে ,
দিন কেটে যায় মাসও যায় সাথে,
লিখা লিখির রাত পেরিয়ে হাতা রাখি হাতে,
কল্পনাতে বিভার আমি,
তুমি ফোনার ওপারে,
রাতেন সাথে পাল্লা দিয়ে সম্পর্কটা বারে,
ভাবতে থাকি তোমায় নিয়ে,
কল্পনার সাগর পারে,
কখনো যদি দারাও পাসে বাস্তবতার নিরে।
তোমায় নিয়ে ভাবতে পারি,
বাসতে পারি ভাল,
তোমার জন্য প্রেম পত্র
শূন্য নগর থেকে ,
তুমি এসে দাও ভরিয়ে,
তোমার রংএ একে ।।।।