ছুড়ে দিও একটা ফুল,
না হয় একটা পাপড়ি,
অস্থি চিহ্ন আঁকা
মধ্য যমুনার সেইখানে,মৃত্যুর পরে
আজ তুমি অবুঝ,আনন্দ উল্লাসের বেখেয়াল।
ভুলেও বলবনা কথাগুলো....
ভাবের অঙ্কুর হৃদয় গহিনেই অবস্থান,
লুকানো অশ্রু নিজস্ব সীমানা পর্যন্তই লুকোচুরি খেলে,
এই পাড়ে ঐ পাড়ে,
আবার নিজেকে সংযত রেখে
চলে যায় ভিতরে
অর্ন্তযামী ছাড়া পাড়েনা কারো নজরে।