বৃষ্টিস্নাত কুমারী তোমার
দেখেছি ভেজা চুল,
মেঘ কেশী বাঙ্গালী তুমি
আমি কেশ প্রেমিক,
মায়াবতী চোখ তোমার
রুপ  লাবন্যে ভরা,
ঠোট তোমার হৃদর কারা
আমার দুচোখ দৃষ্টি হারা,


গঙ্গার তীরে নৌকা বিলাস
করছ একা তুমি,
ঐ পারেতে চেয়ে দেখ
পাবে আমারই দেখা,
জলে পরেছে তোমার ছায়া
ধন্য সে জল বেরেছে মায়া,
নীল ধুতুরা পদ্ম ফুল,
হবেনাতো কোন ভূল?????


তোমার নাকে উপর ছোট তিল
কোথায় যেন পাচ্ছি মিল,
পুরোনা কন্ঠ কানে বাজে
কতটা ঠিক তুমি কথাও কাজে,
আমি হয়তো খুব বাজে
তুমি থাক ব্যস্ততার মাঝে,
এত দিন পর প্রশ্ন করে ভর
আমি কি তোমার আপন না পর।


গঙ্গার তীরে বকুলতলা
নিবে একটা বকুল মালা?
দুর থেকে ছবি দেখেছি তোমার
আসেনি কিছু উদ্দেশ্যে আমার,
বৃষ্টিস্নাত বালিকা তুমি
তোমার বন্ধু হতে পারি কি আমি?
দুর প্রবাসে প্রত্র মিতালী
মাঝে মাঝে ছবি দিবেকি তুলি?