ফিরতে আবার ইচ্ছে করে স্কুলের বারান্দায়,
দুষ্টোমির দিনগুলো আজ গেলো কোথায়,
ক্লাসের মাঝে সময় পেলে কলম টোকা খেলা,
মাস্টার মসাই চলেএলে সবাই ছুটে পালায়,
প্রাইমারিতে শুনেছি শিক্ষকের মধুর বানি,
আমারা সবাই জোরে জোরে তা করায়ত্ত করি,
সোহাগ মাখা আদর আর একটু শাসন,
কবে যে প্রাইমারি ছারালাম জানিনা তখন।


হাইস্কুল কিছু কিছু ভুল
শিক্ষকের করা শাসন বড় ভাইদের কিছু বারণ,
বড় হবার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখন,
একটু ভাললাগা একটু কথাবলা কাছে থাকার ইচ্ছে,
সুযোগ পেলে বড় ভাইরা ইচ্ছে মত মার দিচ্ছে ,
প্রতিবাদে যুবক মনে নতুন ছক আঁকছে,
দেখতে দেখতে মাধ্যমিক শেষ
ছেলে পুলে বড় হয়েছে বেশ।


সময় বয়ে নিয়ে গেছে কতটা দুরে,
পড়াশেনা শেষ করে কেউবা চকুরি করে,
কেউবা রাজনীতি পথ দাপরে বেড়ায় ক্ষমতার লোভে,
কেউ সমাজপতি - ব্যবসায়িক হয়ছে ইচ্ছার বলে,
সবারই কিন্তু ছোটবেলার স্কুল মনে পড়ে,
আবার যদি ফিরতে পাতাম সেই স্কুলের বারান্দায়
জীবনটা নতুন করে সাজাতাম মাস্টার মসাই এর কথায়।