এ যেন এক ছোট স্বর্গ,
হাতে সময় ছিলো অল্প,
কিছু স্বপ্নের ছোট গল্প
বাস্তবায়নের লম্বা চিত্র,


পথ যেখানে পথিক হারায়,
কিছু সৃষ্টি আগলে দাড়ায়,
সোনার বাংলা তাদের তালিকায়,
হামিদ ভূঁইয়ার স্বপ্ন ছায়ায়।


কিছু ইচ্ছা করতে পূরণ
লোক সমাজে যাদের মিসতে বারণ,
তাদের নিয়ে নতুন স্বপ্ন
তারাও একদিন হবে দৃষ্টান্ত।


এক পরিবারের লোক হয়ে
এস এস এস আছে তাদের ঘিরে,
সল্প চাহিদায় চেষ্টা করে
তারা পৌছাবে দেশ জুরে।



পরিসরটা হয়তো ছোট করে,
ইচ্ছে শুনেছি বুক ভরে,
আমি গর্বিত সদস্য হয়ে
থাকবো পাসে জীবন ভরে।


হয়েছে অনেক স্মৃতির গল্প,
পরিদর্শনে সময় অল্প,
মানবিকতায় সেবার ইচ্ছা,
সকলের আছে সে প্রচেষ্টা ।