জন্ম তোমার হয়েছিলো যেদিন,
ছিলো মুখর প্রতিটা বাড়ি,
বাবা মার খুলো ছিলো একরাশ হাসি,
বাড়ি বড় মেয়ে শুধু তেদেরই,
বুক ভরা ভালোবাসা দিয়েছিলো মা,
বাবা দিয়ে ছিলো স্নেহ আর ছায়া,
সুন্দর ভাবেই চলছিলো তোমাদের দিন,
হটাৎ!!! ঝড় আছে সবার মুখ হয় মলিন,
বাবা তোমার বিদায় নিলো অল্প বয়সে
মা তখন হয়ে গেলো একলা,
বাবা মা দুজনেই সে,
তোমাদের মুখর ভাত জোগাতে
কত কিছুই না করেছে সে,
তোমরা আজ আনেক বড়,
অনেক টাকা উপার্জন কর,
তোর ঘরে এসেছে ছেলে,
বাবা ডাকছো সবাই মিলে,
কোলে তোমার ছোট বাবা
জন্মদিন এবার কেমন কাটাবা,
এবার আর অনেক দিন পরে
বাবা মার হাতটি ধরে
কেটো জন্মদিনের কেক,
তোমার জন্য আনেক শুভকামনা
দিয়ে গেলাম একটু আবেগ,
দুর থেকে সে খুশির মেলায়
শীতল হাওয়া ছড়াবো দুপুর বেলায়,
আমার সময় কাটুক একলায়।
বাবা তোমার কোলজুড়ে ঘরজুড়েও বটে,
বাবার সাথে এবারের জন্মদিনে,
কাটুক হাসি আর মজার মজার গানে,
আনন্দ ছবিয়ে পড়ুক প্রতিটা প্রাণে।