প্রিয় চেয়ারটা আজ ছেরে দেবার সময় এসেছে,
শুধু প্রিয় নয় স্বপ্নের চেয়ার বলি,
যে স্বপ্নটা একট সময় ফোন কলে জেগেছিলে,
যে স্বপ্নটার দুটো রঙ্গীন পাখা ছিলো,
সেদিন সে পাখি উড়তে জানতোনা,
কিন্তু পায়ের নিচে মাটি ছিলো,
আজ সে স্বপ্ন ডানামেলে নীল আকাশে,
পায়ের নিচের সে মাটি হারিয়ে গিয়েছে,
একদিন হারিয়ে যাবো এটা জানাই ছিলো,


সব স্বপ্নগুলো জঞ্জালী দিতে চলেছি,
ফোনের ওপারের সেই অনুপ্রেরণা আসেনা,
ছোট ছোট ভাঙ্গন গুলো আজ বড় হচ্ছে,
প্রিয় কন্ঠের সুর অনেক আগেই হারিয়েছে,
সময়ের ব্যবধানে আজ অপ্রিয় পাত্র আমি,
চেয়ারের সেই সুখ হয়তো পুলকিত করে,
মনের সুখ! কোথায় খুজে পাবো আমি,
বড় চেয়ারের দামি তোয়ালে আছে
তুমি নেই শুধু আমার জীবন জুরে।