কাগজে কলমে আটাশ বছরপার,
দ্বাযিত্ব একটু একটু করে বারাচ্ছে ভার,
অচেনা পথে আবার হাটছি আমি,
বদলে যাচ্ছি সব কিছু সময়ের গতিতে,
অস্তিত্বটা একই আছে আমার প্রকৃতিতে।


আর একটু এগিছে যাচ্ছি মৃত্যুর পথে,
একাই পথ চলছি অচেনা পথে,
এ পথে তুমিও আছ অনেক দুরে বসে,
আমি শুধু তোমার কষ্ট বুঝে চলেছি,
কিছু করার নেই কাছে।


পথের বাকে আবার এক হবে,
একই পথের পথিক হয়ে,
বয়স সেদিন মুল্যায়ন নয়,
স্মৃতির অন্ত্ররালে এক গল্প রয়,
বয়স শুধু একটা সংখ্যাই রয়।