বহুদিন পর কানে তোমার তুমি বলা,
এটা শুধুই স্মৃতি থেকে তোলা,
তিনটি বছর চলে গেছে তবু হয়নি আর শোনা,
তোমার মুখে তুমি ডাক আমার ভালবাসা দিয়ে কেনা,
কত আদরে ডাকতে তুমি আমায় তুমি বলে,
আমি সেই আদর খুজে বেড়াই স্মৃতির অন্তরালে,
কি হতভাগা আমি সবপেয়েও হারিয়েছি সব যা জীবনের থেকে দামি।


আজকে আমি ইতিহাস খুজবে ফিরে
তুমি কবে শেষ বলেছিলে তুমি স্বরে
আমার সকল ফাইল তন্নতন্ন হয় তুমি খোজার তরে
ইতিহাসবিদ বলেই বোধয় এত সহজে পারি,
নিজের চোখে জল এসে যায় তবু মুখে হাসি,
তোমার কন্ঠে তুমি ডাক আমার কানে বাজে,
কত পুরোনা সে কন্ঠ দুচোখ শুধু খোজে।


শান্তা আজ শান্ত হয়েছে নাই ভালবাসার চাহিদা,
কাজ কর্মে ব্যস্ত হয়েছে চোখে ক্লান্তির ছবিটা ,
তোমার মনে কি জাগেনা আজ তুমি করে ডাক,
আমি ব্যাকুলিত মনে প্রতি ক্ষনে প্রতিক্ষায় সেই রাত,
তুমি ভাল থাকবে বলেছিলে কান্না কান্না সুরে
আমি কিন্তু ভাল নেই তুমি আছ বহু দুরে,
তোমার তুমি ডাক কানে ভাসে কান্নার সুরে।


আপনিতে ক্নান্ত আজ তুমিতে ফিরে এসো,
তোমার তরে আমার আকুতি কবিতার স্বরে,
আমি তোমায় ভালবাসি সেই আগেই মত,
দুরে থেকে কি চাইছো ধরবো অন্যকারো হাত,
আমার হাততো তোমার হাতে ভাবি প্রতি রাত,
তোমার কন্ঠ আসুক কানে তুমি তুমি ডাক,
তোমার প্রেমেতে থাকবো আমি সকাল থেকে রাত।