আমি আজ তিনটি মানুষের কথা বলব,
তারা তিনজন একসাথে একই পথ বেয়ে
হেঁটে চলছে অচেনা গন্তব্যে।
যেখানে ইট পাথরের শহুরে বাসাত বয়,
তাদের স্মৃতির পাতায় জমে থাকে ধূলিকনা
যেখানে অচেনা রাস্তা তাদের যেনো হয় চিরচেনা
আমি আজ সেই তিনটি মানুষের কথা বলব।


প্রতিদিনের মতো, সকাল হয় যে শহরে
সূর্য উদয় হয় ও অস্ত যায়।
কিন্তু তাদের কথা শেষ হয়ে যায় কোন এক রাস্তার মোড়ে,
যেখানে ফুল আর বাতাসে গল্প করে
যেখানে চায়ের আড্ডা বসে, সন্ধ্যায় মানুষ ঘরে ফিরে
চারিদিকে জ্বলে জোনাকির আলোর মতো কতসব রঙ্গিন আলো
আমি আজ সেই তিনটি মানুষের কথা বলব।


কয়েক বছর পর, ওদের নেই মনে ।
কত রাস্তা আর ট্রাফিক হলো পার
ঘুরে যায় বছর ফিরে না সেদিনের কথা
ওরা তিনজন আজ তিন স্থানে বাধা।
আমি আজ ঐ তিনটি মানুষের কথা বলব
যারা হেঁটেছে বহুদূর হেসেছে হৃদয় খুলে
কেঁদেছে গোপনে হৃদয়ের অন্দরমহলে,
তারা শুধু তাদের পথচলা রেখে গেছে
অচেনা গন্তব্যে চেনা এই শহরে
আমি আজ সেই তিনটি মানুষের কথা বলব।